নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজ ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসের খেলার মাঠে অনুুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন করেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
বাউবির শিক্ষকদের মধ্যে লাল দল এবং সবুজ দল এ দুটি দলে বিভক্ত হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় সবুজ দল ৯ রানে জয়ী হয়। টসে জিতে লাল দল প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। সবুজ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান করেন। লাল দল ৯২ রানের টার্গেটে নেমে ৩ উইকেট হারিয়ে ১২ ওভার খেলে ৮২ রান করে। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মো: আব্দুস সাত্তার এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মোঃ শহীদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। লাল দলের অধিনায়ক ছিলেন রেজওয়ানুল আলম এবং সবুজ দলের অধিনায়ক ছিলেন মো: মশিউর রহমান। আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ ও মো: শাহিন আলম এবং স্কোর গণনার দায়িত্বে ছিলেন মো আনোয়ারুল ইসলাম ও ড. মোহাম্মদ জাফর আহমেদ। ধারা বর্ণনায় ছিলেন মো: তাজুল ইসলাম।