বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও শুদ্ধাচার কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত “Responsibility and Accountability of BOU Employees” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার গাজীপুরস্থ ক্যাম্পাসের ভিআইপি গেস্ট হাউজের এমবিএ ক্লাস রুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থেকে “ পরিচ্ছন্নতা , সৌন্দর্য ও কর্মপরিবেশ” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাউবি’র উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু।
বক্তব্যে রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। রিসোর্সপার্সন হিসেবে “শুদ্ধাচার ও পরিচ্ছন্নতা” বিষয়ে বাউবির ট্রেজারার ও শুদ্ধাচার কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও রিসোর্সপার্সন হিসেবে “ ডেকোরাম , শিষ্ঠাচার , প্রাতিষ্ঠানিক ও একাগ্রতা ” বিষয়ে আলোচনা করেন বাউবি’র রেজিস্ট্রার ও এপিএ টিম লিডার ড. মহাঃ শফিকুল আলম এবং “শুদ্ধাচার: নিয়মনীতি ও উত্তম চর্চা ”বিষয়ে উপস্থাপন করেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও শুদ্ধাচার কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট ড. মো: জাকিরুল ইসলাম।
প্রশিক্ষণ অনুষ্ঠানটি সমন্বয় করেন বাউবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সাদিয়া আফরোজ সুলতানা।
উক্ত প্রশিক্ষনে বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার কমিটির সদস্যগণ এবং বাউবি’র ৪২ জন কর্মচারী অংশগ্রহন করেন।