নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত B.Sc (Hons) in Food Science and Nutrition প্রোগ্রামে ২০২২ শিক্ষাবর্ষের এবং সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত এমএ/এমএসএস ১ম পর্বের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর মূল ক্যাম্পাসে পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
পরীক্ষা পরিদর্শনকালে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এবং স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ডা. সরকার মো: নোমান উপস্থিত ছিলেন।
বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত B.Sc (Hons) in Food Science and Nutrition এ ভর্তি পরীক্ষায় ৩৫০টি আসনের বিপরীতে ৯৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অপরদিকে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ/এমএসএস ১ম পর্বে ঢাকা আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টারের ছয়টি বিষয়ের ৩৬০টি আসনের বিপরীতে ১৯৪৩ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টারে ১২০টি আসনের বিপরীতে ৫৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।