প্রতিনিধি, রাজশাহী: বাগানে আম পাড়তে গিয়ে বজ্রপাতে দুর্গাপুরের দুই যুবক নিহত হয়েছেন।এ ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের দিয়ারবিল গ্রামে।
জানা গেছে, আজ শনিবার বিকালে একটি বাগানে আম পাড়ার কাজে গিয়েছিলেন ওই দুই যুবক। মৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮ ) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)। এদিকে, বজ্রপাতে রাজশাহীর বাঘা উপজেলার বাউশায় জহুরুল ইসলাম বাবু (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে।
মৃত্যুব্যক্তিদের মরদেহ বর্তমানে বাগমারায় আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আজ শনিবার তারা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দিয়ারবিল নামক স্থানে আম পাড়ার কাজে গিয়েছিলেন। বিকালে সেখানে বজ্রপাত হলে আম বাগানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে বলেও জানান তিনি।
এদিকে, রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, বজ্রপাতে মারা যাওয়ার প্রাথমিক তথ্য পেয়েছেন। বাগমারা থানাকে জানানো হয়েছে। তারা মরদেহ হস্তান্তর করলে উপজেলা প্রশাসন থেকে দাফনের জন্য আর্থিক অনুদান প্রদানসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।