পারভেজ আলী মোহর, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়া ছয় শ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশে হাতে আটক হয়েছে।
গোপন সংবাদে যশোর জেলা পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন পিপিএমের নির্দেশে ওসি ডিবি সোয়েম দাসের নেতূত্বে এস আই শম্মিম ও নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘারপাড়ার জামদিয়া দাঁত পুরে আভিযান চালিয়ে ৬০০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন খুলনা জেলার কেডিয়া গইকর গ্রামের মুত্যু সালাম খার পত্র দুলাল খা (৩৪) আলতাব শেখের ছেলে ইদ্রীস শেখ।
এই ব্যাপারে বাঘারপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।