বাহিরের দেশ ডেস্ক: গান আর বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি চালালেন যুবক। গত বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বনগাঙ্গা এলাকায় হোলি উদযাপনের সময় এ ঘটনা ঘটান ৩৮ বছর বয়সী ওই যুবক।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গানের বাজনার তালে তালে চার যুবক নাচছেন। এক যুবকের হাতে ছুরি। একপর্যায়ে সেই যুবক নিজের বুকেই ছুরি চালান। একে একে চারবার ছুরি চালান তিনি। এই যুবকের নাম গোপাল সোলাঙ্কি।
এমন পরিস্থিতি দেখে সেখানে ছুটে যান এক নারী। তিনি দেখতে পান, গোপালের শরীর থেকে রক্ত ঝরছে। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল।
পরে তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যান। কিন্তু যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গোপাল সোলাঙ্কি তার বন্ধুদের সঙ্গে নাচছিলেন। তার হাতে একটি ছুরি ছিল। তিনি একটি স্টান্ট করার চেষ্টা করার সময় ঘটনাক্রমে নিজেকে ছুরিকাঘাত করেন।