300X70
বুধবার , ৩০ ডিসেম্বর ২০২০ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নোয়াখালী শহর ও চৌমুহনীতে যানজট নিরসনে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩০, ২০২০ ৭:০১ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক রাজধানীখ্যাত চৌমুহনী এবং মাইজদী শহরের চিরচেনা যানজটের দৃশ্য বদলাতে শুরু করেছে। জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় জেলা টিআই মোঃ শাহিনুর ইসলাম, সদর টিআই বখতিয়ার  ও  চৌমুহনী ট্রাফিক  পুলিশের টি.আই এস.এম কামরুল হাছান, পিপিএম ও তার টিম, বেগমগঞ্জ ও সুধারাম  মডেল থানার অফিসার ইনচার্জ, চৌমুহনী ফাঁড়ি থানা ও এএসপি সার্কেল বেগমগঞ্জের ঐকান্তিক প্রচেষ্টায় যানজটের দৃশ্যপট বদলাতে শুরু করেছে। পরিবর্তীত যানজটের দৃশ্য অব্যাহত রাখতে জনগনকে এগিয়ে আসার অনুরোধ করেছে জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। চৌমুহনী কেন্দ্রিক বানিজ্যিক নগরী নোয়াখালী ছাড়াও ফেণী, লক্ষীপুর, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার যানবাহন এ মহাসড়ক যাতায়াত করে । এর পাশাপাশি রয়েছে অটো চালিত সি.এন.জি, বাস, মিনিবাস, ট্রাক, ট্যাঙ্ক, লরিসহ লক্ষধিক লোকের যাতায়ত। তার উপর বিষ পোড়ার মতো রাস্তার উভয় পাশে শতাধিক হকার, মাছ, তরকারির ফসড়া সাজিয়ে ব্যস্ততম সড়কে বসে যান। আরও রয়েছে শতাধিক ভ্রাম্যমান ভ্যানগাড়ীর হকার, চানাচুর, বিস্কুট, জুতা সহ রকমারী পন্য সাজিয়ে রাস্তার উভয় পাশে দাড়িয়ে যান। এমনকি গুরুত্বপূর্ন বানিজ্যিক শহর প্রায়শই যানজটে স্থবির হয়ে থাকে। এর উপর  পথচারী চলাচলের জন্য কোন ফুটপাত না থাকায়, একেবারে রাস্তায় এলোমেলো ভাবে চলাচল করে। এ অবস্থান চৌমুহনী পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার পর্যন্ত বিদ্যমান। এর মধ্যখান দিয়ে একটি রেল লাইন চলে যাওয়ায় যানজটের ভয়াবহ অবস্থায় পৌঁছে যায়। এ পরিস্থিতি উত্তোরনে বিজ্ঞ পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন চৌমুহনী  ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন থানা পুলিশে রদবদল করে সাহসি ও অভিজ্ঞ টি.আই, এস.এম কামরুল হাছান পিপিএম, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান শিকদার পিপিএম, এ.এস.পি বেগমগঞ্জ সার্কেলকে পদায়ন করেন। এ তিন ত্রয়ীর অপূর্ব সমন্বয় এবং কৌশলী ভূমিকায় বর্তমানে যানজটমুক্ত চৌমুহনী দৃশ্য পরিলক্ষিত হয়। যানজটমুক্ত এ অবস্থান স্থায়ী রুপ দিতে বিভিন্ন ব্যবসায়িক, বাস মালিক, শ্রমিক সংগঠন গুলোর সাথে কয়েক ধাপে আলোচনা ও প্রচারনা এবং কৌশল প্রনয়ন করে সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন জেলা পুলিশ সুপার। এ বিষয়ে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল বলেন, ফুটপাত নির্মানের জন্য একটি প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। আশাকরি অচিরে তা বাস্তবায়ন হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :