নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকার উত্তর বাড্ডায় লরিচাপায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক জন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
নিহতরা হলেন- ইসরাফিল (২৫) ও ইয়াহিয়া শাজ্জাল (২০)।
ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার দিনগত রাতে উত্তর বাড্ডা প্রগতি সরণি এলাকায় পায়ে চালিত তিন চাকার ভ্যান থেকে ফার্নিচার নামাচ্ছিলেন ওই দুই ভ্যানচালক। এ সময় পেছন দিকে থেকে আসা একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক লরিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। এছাড়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।