বাঙলা প্রতিদিন নিউজ :
‘মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক কূটনীতিতে জোরারোপ করেছেন। বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। রপ্তানির বাজার বহুমুখী করতে কমার্সিয়্যাল কাউন্সিলরদের বিশেষকরে নির্দেশনা দেওয়া হয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সক্ষমতা বাড়াতে হবে। ‘
সোমবার (১ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ আমাদের ট্রেড নিগোশিয়েসনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া,জাপান সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ্বব্যাংক আগ্রহ জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী’র ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ‘
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন নতুন অর্থবছরের প্রথমদিনে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত ববক্তব্য করেন।
এসময় মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেঃ জেনাঃ মোঃ আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপসচিব ফিরোজ আল মামুনসহ মন্ত্রণালয়াধীন দপ্তর প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।