টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি : অদ্য ০৫ জুলাই বাংলাদেশ বিমান
বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক প্রথমবারের মত জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানএর আয়োজন
করা হয়। বাফওয়া-এর সম্মানিত সভানেত্রী ও বিমান বাহিনী লেডিস ক্লাবের
প্রধান পৃষ্ঠপোষক তাহ্মিদা হান্নান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত
জাতির পিতার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। বাফওয়ার ৪৫ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে, বাঙালী নারী এই সমাজ গঠনে এবং দেশ উন্নয়নে
কার্যকরী ভূমিকা রাখতে পারে। আর তাই নারী শিক্ষা এবং নারী কল্যাণে তিনি ছিলেন
অত্যন্ত আগ্রহী। তাঁর এই চিন্তাচেতনার সাথে মিল রেখে বাংলাদেশ বিমান বাহিনী
মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) তাদের কার্যক্রম শুরু করে। বাফওয়া কেবলমাত্র বিমান
বাহিনী সদস্যদের জন্য কল্যাণ বয়ে আনছে তাই নয় বরং এর পাশাপাশি দেশের বিভিন্ন
দুর্যোগে আপামর জনতার পাশে দাঁড়িয়েছে সক্রিয়ভাবে। বাফওয়ার
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মূল লক্ষ্য ছিল
নারী শিক্ষায় এবং নারী কল্যাণে জাতির পিতার যে অবদান তা স্মরণ করার পাশাপাশি
বাফওয়াতে আগত বিমান বাহিনীর নব প্রজন্মের সদস্যদের জাতির পিতার অবদান
সম্পর্কে অবহিত করা এবং এই চেতনাকে ধারণ করা। পুস্পস্তবক অর্পণ শেষে বাফওয়া
সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছা ও শেখ রাসেলসহ তার পরিবারের সদস্যদের যারা ১৯৭৫ সালে ঘাতকদের
হাতে নিষ্ঠুরভাবে শাহাদৎ বরণ করেন তাঁদের রুহের মাগফেরাত এবং মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও
মোনাজাত করেন। এছাড়াও, মোনাজাত শেষে তিনি মাজার সংলগ্ন এতিমখানার
এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের
সহসভানেত্রীবৃন্দসহ সদস্যবৃন্দ এবং বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু, বাশার ও মতিউরএর
সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।