বরিশালে দুই দিনব্যাপি বীমা মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বরিশালে অনুষ্ঠিতব্য বীমা মেলায় বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড তাদের তিন শতাধিক বীমা গ্রাহককে প্রায় এক কোটি টাকার মেয়াদোর্ত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করেছে। কোম্পানীর সিইও সুশান্ত কুমার প্রামানিক মেলায় গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেন। এসময় তিনি বায়রা লাইফের বিভিন্ন প্রডাক্ট ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে গ্রাহকদের আস্থা রাখার আহŸান জানান।
গত ২৪-২৫ নভেম্বর দুই দিনব্যাপি বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বীমা মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বীমা শিল্পের মান উন্নয়ন, সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বীমা খ্যাতে কর্মরত হাজার হাজার কর্মিকে উজ্জীবিত করতে অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ ন হ মোস্তফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জয়নুল বারী।
মেলায় বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী প্রায় ১২ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে। মেলায় সিইও ছাড়াও কোম্পানীর সিএফও মামুন খান, অতিরিক্ত এমডি হাসাব খান রিপনসহ সিনিয়র উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।