বাঙলা প্রতিদিন ডেস্ক : বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ (বিএসআইএসসি) এর ‘আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান – ২০২৪’ সিওডির মিলিটারি উইং প্রশিক্ষণ মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ।
বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল হক খান, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, সিওডি, ঢাকা সেনানিবাস।
এছাড়াও এ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের অনেক সামরিক-বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তাগণ, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্র জীবনে লেখা-পড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রদর্শিত বর্ণিল ডিসপ্লে, পিটি শো. মার্চ পাস্ট, ক্যারাতে ও ডাম্বেল ড্রিল ইত্যাদির ভূয়সী প্রসংশা করেন।