ভারত থেকে মনোয়ার ইমাম: বারুইপুরে হিরোইন মহিলা পাচারকারী আটক করেছে পুলিশ।
মহিলা হিরোইন পাচারকারী ধৃত বারুইপুর জেলা পুলিশের তৎপরতায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানা এলাকায় তালদি থেকে এক মহিলা সহ দুই হিরোইন পাচারকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।এই ঘটনার কথা জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশ সুপার জোনাল শ্রী ইন্দ্রজিৎ বাসু। তিনি জানান ধৃত ব্যাক্তিদের কাছ থেকে প্রায় ১৪২ গ্রাম হিরোইন ও নগদ সাত লাখ টাকা পাওয়া যায়। ধৃতদের জিজ্ঞাসা করে জানতে চাইছে এদের সঙ্গে অন্তরাজ্য এবং আন্তর্জাতিক কোনো চক্র যুক্ত আছে কি না। তবে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ এর অধীনে বারুইপুর থানা এলাকায় তালদি এবং ঘুটিয়াশরিফ এলাকায় হিরোইন ও মাদক ব্যবসায়ী দের স্বর্গ রাজ্য বলে জানা যায়। তবে পুলিশ এর নাকা চেকিং এর ফলে মাদক ব্যবসায়ী রা মাথা তুলে দাঁড়াতে পারে না। তার মধ্যে কিছু কিছু যায়গায় মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।