ভারত থেকে মনোয়ার ইমাম: বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের ছয় রাজ্যে। সরকারি ভাবে মুরগির মাংস আমদানি র উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকারের প্রাণিসম্পদ দপ্তর। সৌদি আরব থেকে মুরগীর বাচ্চা আমদানি করা বন্ধ করে দেয়া হয়েছে।একই সঙ্গে ভারতের হরিয়ানা, রাজস্থান এবং কেরালা ও মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ সহ পশ্চিম বাংলার কিছু যায়গায় মুরগির মাংস বিক্রি বন্ধ করে দেয়া হচ্ছে। পশ্চিম বাংলার প্রাণিসম্পদ দপ্তর এর কর্মকর্তা শ্রী দিবেন্দু রায় জানান ভারত এর বিভিন্ন যায়গায় মুরগির বার্ড ফ্লু আক্রান্ত হচ্ছে।এর মধ্যে হরিয়ানা রাজ্যের শনিপদ আম্বালা য় প্রায় কয়েক লক্ষাধিক মুরগি মারা গেছে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে। এবং ভারতের জম্মু ও কাশ্মীরে একই রোগ এর প্রকট আকার ধারণ করেছে।তাই ভারত সরকার আমদানি কৃত মুরগির মাংস ও হাস এবং ছাগল এর মাংস খাওয়া নিষেধ করে দিচ্ছে কিছু দিন এর জন্য।একেই ভারত থেকে করোনা ভাইরাস আক্রান্ত নির্মূল করা সম্ভব হয়নি।তার উপর ঘোড়ার উপর খাঁড়ার ঘা পড়ছে। এই শীতে পরিয়ারি পাখির দল বিদেশ থেকে এই রোগ নিয়ে আসছে বলে জানিয়েছেন দিল্লির প্রানী বিজ্ঞানী রা। তবে এই এখন থেকে মুরগীর মাংস ও ডিম ও ছাগল এর মাংস বিক্রি বন্ধ করে দেবার জন্য ভাবছে সরকার। এবং ভারত থেকে আন্তর্জাতিক ভাবে কোন মুরগি মাংস ও ডিম এবং মুরগির বাচ্চা বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।