স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে চেনা ফর্মে নেই বার্সেলোনা। মেসি দল ছাড়ার পর থেকেই স্পেনের সফলতম দলটি যেন চোরাবালিতে আটকে গেছে। লা লিগায় ৮ নম্বরে থাকা দলটি হারল আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের কাছে। ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার স্মরণে আয়োজিত মারাদোনা কাপে নির্ধারিত সময়ে কোনো ফল হয়নি। পরে টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।
মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদে মারাদোনা কাপে ৯০ মিনিটের মূল লড়াই শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ম্যা চ জিতে নেয় বোকা।
বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা এদিন খেলে সহজাত আক্রমণাত্মক ফুটবল। কিন্তু গোলের দেখা মিলছিল না। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার একটু পরই গোলের দেখা পায় বার্সা। স্পেনের ক্লাবটিকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা।
ম্যাচের ৭৭তম মিনিটে সমতা ফেরায় বোকা। এর পর ম্যাচের বাকি সময় কোনো গোল হয়নি। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি।
বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস।
বার্সেলোনার হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ্যো।
প্রথমবারের মতো আয়োজিত মারাদোনা কাপের মুকুট পরল তার দেশের ক্লাব বোকা জুনিয়র্স।