সংবাদদাতা, হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় বাসের চাপায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওয়াহিদ আলী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদ আলী লাখাই উপজেলার পশ্চিম বুল্লা সেবাগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াহিদ আলী চট্টগ্রামে যাওয়ার জন্য বুল্লা বাজারে এসে বাসের টিকিট কিনেছিলেন। পরে তিনি টিকিট কাউন্টারের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় লাখাই থেকে ঢাকাগামী লাকী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বুল্লা বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিনরুল ইসলাম আলম ও বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনুসহ অন্যান্যরা এতে বক্তব্য দেন। বক্তারা এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, বাসটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।