300X70
শনিবার , ৮ জুলাই ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাসের ধাক্কা প্রাণ গেলো অটোরিক্সার ৬ যাত্রীর, যশোর হাসপাতালে স্বজনদের আহাজারি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৮, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

প্রতিনিধি, যশোর : যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সার ছয় যাত্রীর।
এ দুর্ঘটনা ঘটেছে আজ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা বাজারে যশোর-মাগুরা মহাসড়কে । আহতদের যশোর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্যমতে, নিহতদের মধ্যে শিশুসহ একই পরিবারের পাঁচজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতরা হলেন, তিন বছর বয়সী দুই ভাই (জমজ) হাসান ও হোসেন, তাদের খালা খাদিজা (৭), নানি রাহিমা খাতুন (৬৫) ও খাদিজার মা মাহিমা বেগম (৬৫), জনৈক ইমরান ও অজ্ঞাত চালক।

এ ঘটনার পর থেকেই নিহতদের স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।
স্থানীয়রা জানান, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে অটোরিক্সায় করে কয়েকজন যশোরে যাচ্ছিলেন।

পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস অটোরিক্সাটিকে চাপা দেয়।

জাহাঙ্গীর হোসেন নামের স্থানীয় এক মুদিদোকানি বলেন, ‘যশোর থেকে একটি ইজিবাইক ৭ যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল।

তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে যায়। এ সময় ইজিবাইকের পেছনে থাকা একটি বাস চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রয়েল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল।

ওই সময় পাশের একটি রাস্তা থেকে প্রধান সড়কে একটি ইজিবাইক উঠার সময় বাসটি তাদের চাপা দেয়। ওই ইজিবাইকে ৮জন ছিলেন।

এদের মধ্যে একই পরিবারের ৫ জনসহ মোট ৭ জন মারা যান। আমরা বাসটি আটক করেছি। খুব শিগগির বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হবে।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান হাসপাতালে ছুটে যান। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘ঈদের আগে সড়কের গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হয়েছিল।

যে কারণে এ বছর তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। ঈদ পরবর্তী সময়ে বিচ্ছিন্ন এ দুর্ঘটনায় আমরা মর্মাহত।

দোষী চালককে আটকে পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া হতাহতদের দাফন ও চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছি।’

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :