নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ইউনিভার্সিটি’র ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুইটি আলম সুরভী (২২) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ।
রোববার (১৯ মার্চ ২০২২) সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হন শিক্ষার্থী সুরভী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ ইউনিভার্সিটি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুইটি আলম সুরভীর এ অকাল মৃত্যুতে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহতায়ালা যেন তাদের এ শোক কাটিয়ে উঠার শক্তি দেন।