300X70
সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বায়ার্নের মাঠে ২১ বছর পর জিতল ফ্রাঙ্কফুর্ট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৪, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের মাঠে অসাধারণ এক জয় নিয়ে ফিরল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

প্রতিপক্ষ ছিল জার্মানির শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার বুন্ডেসলিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে সফরকারীরা। ২১ বছর পর এই মাঠে লিগ ম্যাচ জিতল ফ্রাঙ্কফুর্ট।

পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও হেরে গেল লেওয়ানডক্সির দল। ম্যাচে গোলমুখ বরবার ২০টি শট নিয়েছে বায়ার্ন, যার ১০টি ছিল লক্ষ্যে। কিন্তু গোল হয়েছে মাত্র একটিতে। আর ফ্রাঙ্কফুর্ট শট নিতে পেরেছে মাত্র পাঁচটি, যার তিনটি লক্ষ্যে ছিল। তাতেই বাজিমাত করে দলটি।

ম্যাচের ২৯তম মিনিটে রবের্ত লেওয়ানডস্কির থ্রু বল ধরে বায়ার্নকে এগিয়ে নেন লেয়ন গোরেটস্কা। কিন্তু উল্লাসকে বেশিক্ষণ স্থায়ী হয়নি বায়ানসমর্থকদের। দুই মিনিট পরই জোরালো হেডে দলকে সমতায় ফেরান ফ্রাঙ্কফুর্ট অধিনায়ক মার্টিন হিন্টেরেগের।

১-১ স্কোরলাইনেই প্রথমার্ধ শেষ হয়। অবশ্য বিরতির আগে লিড বাড়িয়ে নিতে পারত বায়ার্ন।

বিরতির ঠিক আগে কাছ থেকে সের্গেই জিনাব্রির শট লাগে ফ্রাঙ্কফুর্টের পোস্টে।

দ্বিতীয়ার্ধেও লেওয়ানডস্কি, জিনাব্রি ও লেরয় সানের দারুণ সব প্রচেষ্টা ফিরিয়ে দেন সফরকারী দলের গোলরক্ষক কেভিন ট্রাপ।

আর নির্ধারিত সময়ের সাত মিনিট আগে বায়ান সমর্থকদের হতাশ করে দেন ফ্রাঙ্কফুর্টের ফিলিপ কোস্তিচ। স্কোরলাইন ২-১ বরেন তিনি।

বাকিটা সময় আর সমতায় ফিরতে পারেনি বায়ার্ন।

২০১৯ সালের নভেম্বরের পর ঘরের মাঠে হারল বায়ার্ন, এবারে বুন্ডেসলিগায় প্রথম। আর ফ্রাঙ্কফুর্ট পেল প্রথম জয়।

সাত ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন মিউনিখ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :