300X70
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিইউপিতে ৬ষ্ঠ সমাবর্তন ২০২৩ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ৬ষ্ঠ সমাবর্তন ২০২৩ বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন একটি জাতিকে গড়ে তোলার প্রথম সোপান হচ্ছে শিক্ষা। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বুদ্ধিবৃত্তির উন্নয়ন, অসাম্প্রদায়িক জীবনবোধ, সর্বোপরি গভীর দেশপ্রেম জাগ্রত করার একমাত্র উপায় হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে মানুষের প্রতি সুগভীর শ্রদ্ধা ও বিদ্যার প্রতি গৌরববোধ জাগ্রত করা।

আমাদের শিক্ষকদের এ বিষয়টি মাথায় রেখে শিক্ষাদানের কাজে আত্মনিয়োগ করতে হবে। শিক্ষার সাথে আনন্দের সংযোগ ঘটাতে হবে। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্ত করে পাস করার শিক্ষা নয়, আলোকিত মানুষ হওয়ার শিক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, গ্র্যাজুয়েটরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সামনের দিকে অগ্রসর হবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লালিত স্বপ্ন বাস্তবায়ন তথা একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবেন।

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর ভাষণে সদ্য গ্র্যাজুয়েটদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশাত্ববোধ ও দেশপ্রেম সকলের চেতনা, মনন ও কর্মে স্থাপন করা অবশ্যক। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে আরও বলেন রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য সকলের অর্জিত প্রজ্ঞা ও জ্ঞান জনকল্যাণে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে যে সময়টা অতিক্রম করেছেন সামনের জীবনটা তার চেয়ে ব্যতিক্রমধর্মী, চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতাপূর্ণ। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যে শিক্ষা ও জ্ঞান অর্জন করেছেন, এর মাধ্যমে তাঁরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, একজন সুশৃঙ্খল, নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে বিইউপি বদ্ধ পরিকর এবং সে লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

উক্ত সমাবর্তনে অনবদ্য ফলাফলের জন্য ৩৬ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ২৯ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়। সর্বমোট ৪৮৮০ জন গ্র্যাজুয়েট উক্ত সমাবর্তনে অংশগ্রহণ করেন।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নৌ ও বিমান বাহিনী প্রধান, সংসদ সদস্য, সচিব, গণমাধ্যম ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাব্যব্যস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

ইয়েমেনে অপহরণ হওয়া জাতিসংঘের পাঁচ কর্মকর্তার একজন বাংলাদেশি

জিপি স্টার গ্রাহকরা প্রতি শুক্রবার গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে পাবেন বিশেষ সুবিধা

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার পেল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জামালপুর-২ আসনে জয়ী 

আধুনিক প্রযুক্তিতে দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে একসাথে কাজ করবে এটুআই এবং নেটকম লার্নিং

আজ মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের “ই-সেবা” প্লাটফর্মের শুভ উদ্বোধন

টিকটক ব্যবহারে হচ্ছে নতুন নিয়ম

শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভার জমা দিলো ৭ কোটি ১৮ লাখ টাকা

ব্রেকিং নিউজ :