300X70
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিএইচবিএফসি-জেবিএল সমঝোতা স্মারক সই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও জনতা ব্যাংক লি.(জেবিএল) এর মধ্যে অনলাইনে অর্থ সংগ্রহ সংক্রান্ত এক সমঝোতা স্মারক আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীতে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে অপরাহ্ন ৩ টায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।
জেবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুছ ছালাম আজাদ এবং বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবদুল মান্নান এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র পক্ষে মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম এবং জেবিএল’র পক্ষে মহাব্যবস্থাপক মেহের সুলতানা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে বিএইচবিএফসি এবং জেবিএল’র উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান চুক্তিটিকে দুটি প্রতিষ্ঠানের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভ্রাতৃত্বের বন্ধন বলে উল্লেখ করেন।

এ চুক্তি স্বাক্ষরের ফলে বিএইচবিএফসি’র গ্রাহকগণ এখন থেকে জনতা ব্যাংকের যেকোন শাখায় অনলাইনে ঋণের কিস্তি জমা করতে পারবেন।

শীঘ্রই ব্যাংকটি ‘ই-জনতা’ নামে একটি এ্যাপস চালু করবে। এটি চালু হলে বিএইচবিএফসির গ্রাহক ও সেবাপ্রার্থীরা এর মাধ্যমে অনলাইনে যেকোন স্থান থেকে যেকোন সময় যেকোন জমা তাৎক্ষণিক সম্পন্ন করতে পারবেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :