নিজস্ব প্রতিবেদক, বাঙলাপ্রতিদিন: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন।
শনিবার রাত ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৮ ডিসেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।