অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির অধীনে, ব্র্যাক ব্যাংক একটি নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড, ‘বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড’ পরিচালনার জন্য বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি-কে কাস্টোডিয়াল সার্ভিসেস প্রদান করবে।
গত বুধবার (২৫ জানুয়ারি-২০২৩) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’র ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহমুদ হিমাল ।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মোঃ জাবেদুল আলম এবং ট্র্যানজেকশন ব্যাংকিং টিম-এর সিনিয়র ম্যানেজার খান মুহাম্মদ ফয়সাল। এছাড়াও, বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড-এর ডিরেক্টর এ কে এম শামসুদ্দুহা (শরীফ) ও এভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স মিরাজুস সালাকীন-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।