ঢাকা : বন্ধু বা পরিবারের কাউকে সালামি দিতে বা কারও কাছ থেকে ঈদ সালামি নিতে চান? কিন্তু দূরত্বের কারণে সালামি নেওয়া বা দেওয়া হয়ে উঠছে না? চিন্তার কোনো কারণ নেই। বিকাশ ব্যবহার করে বেশ সহজে ঈদ সালামি দেওয়া এবং নেওয়া যাবে। ঈদে সালামি প্রদান করা বেশ আমেজপূর্ণ একটি প্রথা। বিকাশ একাউন্টে টাকা আনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেন্ড মানির মাধ্যমে ঈদ সালামি নেওয়াও তার মধ্যে একটি।
এই পোস্টে বিকাশের মাধ্যমে ঈদ সালামি দেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানবেন। যেকোনো বিকাশ ব্যবহারকারী তার ব্যক্তিগত বিকাশ একাউন্টের মাধ্যমে ঈদ সালামি গ্রহণ করতে পারবেন।
গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পর পরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ঈদ সালামি অথবা ঈদ মোবারক অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে। এরপর টাকার অংক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে।
গ্রাহকরা চাইলে এ মেসেজ দুটি রাখতে পারেন অথবা নিজের পছন্দমতো নতুন মেসেজ লিখে দিতে পারেন। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে। যে গ্রাহক ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ ও মেসেজ দেখতে পাবেন।