সরকারের কাছে বাসেল ব্যান অ্যামেন্ডমেন্ট অনুমোদনের দাবী বিশেষজ্ঞদের
ওমর ফারুক রুবেল: বাসেল ব্যান অ্যামেন্ডমেন্ট অনুমোদনের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য থেকে বাংলাদেশকে রক্ষা করতে এটিই এখন সবচেয়ে জরুরী। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তাঁরা এই আহ্বান জানান।
এই দিন এসডো ‘ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস প্লাস্টিক ওয়েস্ট: বাংলাদেশ সিচুয়েশন ২০২১’ শীর্ষক একটি রিপোর্ট উন্মোচন করে। সেখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর প্লাস্টিক বর্জ্য বাণিজ্যের মারাত্মক প্রভাব নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বহু বিশেষজ্ঞরা তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। এসডোর এই প্রতিবেদনে দেখা গেছে যে বিগত ৩ বছরে আনুমানিক ১২ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য বাংলাদেশে প্রবেশ করেছে। রিপোর্টে আরও দেখা গেছে যে, এই ক্ষতিকর বর্জ্যগুলো পরিবেশ তথা জনস্বাস্থ্যের উপর মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, বাসেল কনভেনশনের অন্যতম প্রধান শর্তই হলো এই ঝুঁকি হ্রাস করা। তাই জাতীয় আইনে জরুরী ভিত্তিতে বাসেল ব্যান অ্যামেন্ডমেন্টকে অন্তর্ভুক্ত করা জরুরী দরকার বলে তাঁরা মনে করছেন।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসডো-র চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ প্লাস্টিক বর্জ্য বাণিজ্য কীভাবে বঙ্গোপসাগরের বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করছে তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শেষ পর্যন্ত তা কীভাবে বাংলাদেশের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে তা নিয়েও আলোচনা করেন এবং এর গুরুত্ব অনুধাবনের জন্য সকলের প্রতি আবেদন জানান।
বক্তাদের মধ্যে আরও উল্লেখযোগ্য ছিলেন- ডেভিড অ্যাজুলে, ম্যানেজিং অ্যাটর্নি, সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল’স (সিয়েল) জেনেভা অফিস এবং পরিচালক, সিয়েল’স এনভায়রনমেন্টাল হেল্থ প্রোগ্রাম, সুইজারল্যান্ড; জিম পুকেট, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাসেল অ্যাকশন নেটওয়ার্ক (ব্যান), যুক্তরাষ্ট্র; সিরিন র্যাচেড, গ্লোবাল পলিসি অ্যাডভোকেট, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনারেটর অলটারনেটিভস – গায়া, যুক্তরাষ্ট্র। এঁরা সকলেই ভার্চুয়াল মাধ্যম জুমে এই সেশনে অংশগ্রহণ করেন।
ডেভিড অ্যাজুলে এই ব্রিফিং এ বাসেল ব্যান অ্যামেন্ডমেন্টের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করেন। সিরিন র্যাচেড বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য বাণিজ্য আইনের ফাঁকফোকরের উপর জোর দিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন এবং জিম পুকেট বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোতে বাসেল অ্যামেন্ডমেন্ট অনুমোদনের মাধ্যমে এর বাস্তবায়নের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেন।
এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশ বাসেল কনভেনশনের একটি সাক্ষরকারী দেশ হওয়া সত্ত্বেও বাসেল ব্যান অ্যামেন্ডমেন্টে সাক্ষর করেনি যা বিশেষভাবে ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা এবং এর আন্তঃসীমান্ত পরিবহণ নিয়ে কাজ করছে। তাই এই ক্ষতিকর পরিস্থিতি মোকাবেলা করতে বাসেল অ্যামেন্ডমেন্ট গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।
এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের কাছে বাসেল ব্যান অ্যামেন্ডমেন্ট, ইউ এন ই এ রেজোল্যুশন এবং বাংলাদেশ আমদানি নীতি (২০১৫-২০১৮)-এর সমন্বয়ে একটি আইনি কাঠামো বাস্তবায়নের আবেদন জানান।
বাসেল কনভেনশনে উপস্থাপিত বাংলাদেশের জাতীয় রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ বাসেল কনভেনশনের প্রস্তাবিত বিধানসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আইন প্রণয়ন করেছে যা বাংলাদেশে সকল অবৈধ বর্জ্যের পাচার রোধ করবে। বিপজ্জনক এবং জাহাজ ভাঙা বর্জ্য ব্যবস্থাপনা আইন-২০১১ অনুযায়ী বর্জ্যের অবৈধ পাচার একটি দণ্ডনীয় অপরাধ। যদি কোনো অবৈধ বিপজ্জনক বর্জ্য বা অন্য যেকোনো বর্জ্য ধরা পড়ে, তবে ৩০ দিনের মধ্যেই তা রপ্তানিকারী দেশে ফেরত পাঠানো হবে। এছাড়াও আমদানি নীতি ২০১৫-২০১৮০৩২০৩০ অনুযায়ী বাংলাদেশে সকল প্রকার বর্জ্যের আমদানিই নিষিদ্ধ। তবে বর্জ্যের ট্রানজিটে কোনো নিষেধাজ্ঞা নেই। এই ক্ষেত্রে আইনগত নীতি প্রণয়নের জন্য এসডো দাবী জানাচ্ছে।
দিনব্যাপী এই আয়োজনে ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম এবং কীভাবে বর্জ্যের উপর রিপোর্ট লিখতে হয়’ শীর্ষক একটি সেশন রাখা হয়। জাতীয় দৈনিক পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো থেকে ২৫ জন রিপোর্টার এই সেশনে অংশগ্রহণ করেন। সবশেষে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সাবেক অতিরিক্ত আইজিপি জনাব মোখলেসুর রহমান অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।