সংবাদদাতা, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বারসহ শামিমুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে ৩৩ বিজিবি।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ।
তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে রোববার দুপুরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ শামিমুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি ওই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিলেন। শামিমুল ইসলাম সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালির সাজেদুল ইসলামের ছেলে।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের বারের ওজন ৫০৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। এ সময় তার কাছে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।