প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কাউন্সিলর তরিকুল হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনের ছেলেকে অস্ত্রসহ ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আরও এক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার। আটককৃতরা হলেন- শাহেদ নগর ব্যাপারী পাড়ার বাসিন্দা তরিকুল হত্যা মামলার ৬নং আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও মৃত পান্নু ব্যাপারীর ছেলে মো. রতন (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার ফকিরতলা ব্রিজ এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অটো পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপর আসামি রতনকে শহরের এসএস রোড থেকে আটক করা হয়। এ নিয়ে এই হত্যা মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ৫জন এজাহারভুক্ত আসামি ও অপর ৫ জন সন্দেহভাজন আসামি। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৪ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। পরে মো. তরিকুল ইসলাম খানকে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন ও তাঁর সহযোগীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করেন।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহতের ছেলে একরামুল হাসান হৃদয় পরের দিন রোববার (১৭ জানুয়ারি) রাতে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন।