300X70
বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

যানজটের মধ্যে বৃষ্টি, ভোগান্তিতে রাজধানীবাসী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৬, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : থেমে থেমে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সড়ক, বনানী, রামপুরা ও বাড্ডা এলাকার সড়কে যানজট বেশি।

আর যানজট পরিস্থিতির মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

আজ বুধবার (১৬ আগস্ট) সকালে এসব সড়কে দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে শুরু করে যানজট কুড়িল বিশ্বরোড পর্যন্ত পৌঁছেছে। যানজটের পাশাপাশি বৃষ্টি হওয়ায় অফিসগামী, শিক্ষার্থীসহ প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে।

বৃষ্টির কারণে গণ-পরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে পারছেন না অনেকে। ফলে দীর্ঘ যানজটের মধ্যে বাসেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

সকালে রাজধানীর রামপুরা থেকে রাইদা পরিবহনের একটি বাসে করে উত্তরার উদ্দেশ্যে রওনা হন মো. রিফাত।

তিনি বলেন, মেরুল বাড্ডা ইউলুপ থেকে যানজট শুরু হয়েছে। বাড্ডা এসে গাড়ি একদম আটকে গেছে। আবার হচ্ছে বৃষ্টি। সব মিলিয়ে মারাত্মক ভোগান্তির সকাল আজ।

এই সড়ক দিয়ে চলাচলকারী ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. সুমন বলেন, একদিকে বৃষ্টি অন্যদিকে রাস্তায় গাড়ির প্রচুর চাপ।

সব মিলিয়ে আজ গত কয়েক দিনের তুলনায় যানজট বেশি। উত্তরায় গেলে তো আরও যানজটে পড়তে হবে। কারণ রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, সেই গর্তে বৃষ্টির পানি জমার কারণে গাড়ি চালানো কষ্ট।

যানজট নিয়ে রাজধানীর নতুন বাজার এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মানবেন্দ্র রায় বলেন, গতকাল সরকারি ছুটি থাকায় গাড়ির চাপ অনেক কম ছিলো।

তাই আজ সবাই একসঙ্গে বের হয়েছে প্রয়োজনীয় কাজে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় কিছুটা যানজট আছে। এর মধ্যে বৃষ্টির কারণে তা আরও বাড়ছে।

বনানী এলাকায় দেখা যায়, বনানী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত সকাল থেকে যানজট রয়েছে।

আজ সকাল ১০টার দিকে এই সড়কে যানচলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা শুরু হলেও কিছুক্ষণ পর আবারও ধীরগতিতে চলে।

সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে বিমানবন্দর এলাকায় যাচ্ছিলেন তাসনীম আহমেদ। তিনি বলেন, বৃষ্টি যানজট মিলিয়ে খুব খারাপ অবস্থা এই রোডের। মোটরসাইকেল নিয়েও যেতে পারছি না।

গাড়ি যেন একদম চলছিলই না। এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ১১টার দিকে হালকা হালকা করে যান চলাচল শুরু হলেও তা ভোগান্তি কমাতে পারছে না।

এ সড়ক দিয়ে চলাচল করা কয়েকটি পরিবহনের বাস চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাস্তায় গাড়ির চাপ বেশি। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে যানবাহনের ধীরগতি রয়েছে। সব মিলিয়ে আজ সকাল থেকে রাজধানীর সড়কে তীব্র যানজট রয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ভয়ে পথ হারিয়ে পদযাত্রা করছে: কাদের

খুনি মোশতাকের মন্ত্রিসভার সদস্যের নামে সড়কের নাম দিয়েছেন হুইপ সামশুল: অভিজিৎ ধর বাপ্পী

আওয়ামী লীগের মতবিনিময় সভা আজ

জাগরণের প্রকাশক-সম্পাদক আবেদ খানকে ৭ দিনের আল্টিমেটাম

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও রফিকুল আনোয়ারের স্মরণ সভা অনুষ্ঠিত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

চার দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৯ হাজারের বেশী

ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির পথে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু

রাজধানীতে পৃথক অভিযানে বিস্ফোরক দ্রব্য ও ইয়াবা ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

ব্রেকিং নিউজ :