আনন্দ ঘর ডেস্ক : তৃণমূল কংগ্রেসের হয়ে বারাসাত আসন থেকে বিধানসভা নির্বাচনে দুইবার বিজয়ী হয়েছেন টলিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এবারো একই আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন এই অভিনেতা।
আজ রোববার (২ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে প্রার্থী-সমর্থকদের মাঝে। ফল ঘোষণার আগেই বিজয়ে গর্জন দিলেন চিরঞ্জিত। এই অভিনেতা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘শতভাগ নিশ্চিত আমিই জিতেছি। হ্যাটট্রিক করছি! গত দশ বছরে মানুষের জন্য যতটুকু কাজ করতে পেরেছি তার ওপর ভিত্তি করেই এই কথা বলছি।’
বারাসাতবাসীর জন্য বেশ কিছু করতে চান চিরঞ্জিত। তা জানিয়ে এই অভিনেতা লিখেন, ‘বিজয়ের পর এবার কিছু সবকিছু ঠিকঠাক থাকলে বারাসাতের মানুষদের জন্য আমার একটি হল তৈরির পরিকল্পনা রয়েছে। আমি তো আদতে মঞ্চ থেকে উঠেছি তাই থিয়েটারের প্রতি আমার দুর্বলতা আজও একই রয়ে গেছে। বারাসাতে তেমন কোনো হল নেই। তাই আমার বহুদিনের স্বপ্ন বারাসাতে একটি আধুনিক হল তৈরি করা, যেখানে রোজ নাটক হবে, বিভিন্ন পারফরম্যান্স হবে।’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টির মধ্যে ১৯১ আসনে ভোট গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বড় কোনো বিপর্যয় না হলে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে।