নিজস্ব প্রতিবেদক, বাঙলঅ প্রতিদিন: বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নতুন কোন ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোন আপত্তি থাকতে পারে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এসময় তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হবে, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণে আমরা বাধ্য করতে পারি না।
আজ সোমবার রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে এসব কথা জানান সিইসি।
তিনি বলেন, আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন।
অনুকুল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার বলেও জানান তিনি।