নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ মঙ্গলবার (27 ফেব্রুয়ারি) সচিবালয়ে তার সভা কক্ষে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণী বৈঠকে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাসা-বাড়ি (আবাসিক) এবং শিল্প বা বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের দাম বাড়ছে না।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন আগামী মার্চের প্রথম সপ্তাহে এ নতুন দাম কার্যকর হবে।
তিনি বলেন, যারা গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।