বায়েজীদ হোসেন, গাজীপুর : গাজীপুর মহানগরের সালনা এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ৭৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামের বায়োজিদ হোসেন তুহিন (৪২) এবং তার স্ত্রী পারভীন আক্তার (২৩)।
তারা মহানগরের সালনা মন্ত্রী বাড়ী রোড এলাকার মোঃ গিয়াস উদ্দিনের বাড়ীর ভাড়াটে। শনিবার প্রথম প্রহরে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর এস.আই মোঃ আবুল হাসান বাদী হয়ে গাজীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে গাজীপুর সদর মেট্টো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে সালনা এলাকার গিয়াস উদ্দিনের ভাড়া বাড়ীর ৩য় তলা ভবনের উত্তর পাশের ফ্লাটে তুহিন-পারভীন দম্পতির কক্ষে ইয়াবা ট্যাবলেট’র বড় চালান বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
পরে তাদের ঘরে থাকা আলমারী ও পলিথিন ব্যাগ থেকে ৭৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। এ সময় তাদের গ্রেফতার করে গাজীপুর সদর থানায় সোপর্দ করা হয় এবং মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর এস.আই মোঃ আবুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে তুহিনের বিরুদ্ধে ২০১৮ সালে ঢাকার উত্তরা ও ভাটারা থানায় এবং ২০১৭ সালে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০১৩ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভীনের বিরুদ্ধে মামলা রয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।