বাহিরের দেশ ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
শনিবার উত্তর কোরিয়া একটি দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরপর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া রবিবার যৌথ বিমান মহড়া চালায় যাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান অংশ নেয়।
এই ঘটনার পর সোমবার ফের ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম উপকূলে উত্তর কোরিয়ার রাজধানী থেকে উত্তরে অবস্থিত এলাকা থেকে সোমবার দুটি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সিউল পিয়ংইয়ংয়ের এই ঘটনাকে ‘উসকানি’ অভিহিত করে কঠোর নিন্দা জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে দুইটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ধারাবাহিকভাবে এগুলো ৩৯৫ কিলোমিটার এবং ৩৩৭ কিলোমিটার দূরের জিনিস লক্ষ্যবস্তু করে। কেসিএনএর খবরে বলা হয়,‘ ট্যাক্টিক্যাল নিউক্লিয়ার উইপন বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র শত্রুর বিমানঘাঁটি পঙ্গু করতে সক্ষম।’
জাপানও এই ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে। টোকিও বলেছে, স্থানীয় সময় সোমবার ভোর ৭ টার দিকে দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়ার আগে যথাক্রমে ১০০ কিলোমিটার ও ৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং ৩৫০ কিলোমিটার ও ৪০০ কিলোমিটার দূরত্ব পরিভ্রমণ করে।
তবে এই ক্ষেপণাস্ত্রে বিমান কিংবা কোনো জাহাজের ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।
জাপান বলেছে, বারবার উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তাদের অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুত্র: আল জাজিরা