বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর থানার কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আরমান আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশন অথোরিটির গাড়ি চালক বলে জানা গেছে।
বিমানবন্দরের কাওলা রেললাইনের উপর সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশ উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই চালক আরমান রংপুরের ফুলছড়ি উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মোটর যান বিভাগের চালক হিসাবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর তালুকদার বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহতের ঘটনাটি কাওলা রেলগেট এলাকায় ঘটেছে। ঘটনাস্থানটি রেলওয়ে পুলিশের। তাই তারা ব্যবস্থা গ্রহণ করবে।