নিজস্ব প্রতিবেদক : যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি।
আজ শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিনা মূল্যে ফ্রি হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের প্রশংসা পাচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার নাম কমিউনিটি ক্লিনিক।
যার মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। কমিউনিটি ক্লিনিকের এই সাফল্য এখন আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। পেয়েছে জাতিসংঘের স্বীকৃতি।
নিখিল বলেন, বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য দিবা-রাত্রী পরিশ্রম করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন তিনি।
নিখিল আরো বলেন, গত জুলাই মাসে শাহ আলী থানার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড, কমিউনিটি সেন্টার, দারুসসালাম থানার ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বিনা মূল্যে ফ্রি হেলথ ক্যাম্পের ধারাবাহিকতায় আজকে কল্যাণপুরে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ফ্রি হেলথ ক্যাম্প করা হচ্ছে।
ঢাকা ১৪ আসনের প্রতিটি ওয়ার্ডে ফ্রি হেলথ ক্লিনিক করার মাধ্যমে অসহায় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার করে যুবলীগ সাধারণ সম্পাদক আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।