-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘বাংলাদেশ সুউচ্চ মহিমায় আসীন। লাখো শরণার্থীকে আশ্রয় দিয়ে সারা বিশ্বকে বাংলাদেশ মানবিকতা শেখাচ্ছে। সেই বাংলাদেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আত্মমর্যাদার সঙ্গে নিজের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে হবে। কেননা বিশ্বে যা কিছু অশুভ সেটিকে প্রতিহত করার জন্য আগামী দিনে বিশ্বে মানবিকতায় নেতৃত দেবে বাংলাদেশ।’ শনিবার (২৭ মে) ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের ‘৭৫ বছর পূর্তি ও নবীনবরণ ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘স্বাধীন রাষ্ট্রের মালিক জনগণ। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে যে মানচিত্র এঁকেছেন, সেই মানচিত্রে চারটি মূলনীতি গ্রোথিত আছে। পৃথিবীর ইতিহাসে সগৌরবে আমরা বলতে পারি সেই চারটি মূলনীতি অন্য যে কোনো দেশের মৌলিক আদর্শ থেকে শ্রেষ্ঠতম। হাজার বছরের বঞ্চনার পথ ধরে বাঙালির রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি দেশ সৃষ্টি করেছি। আত্মমর্যাদায় প্রিয় স্বদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে তোমাদেরকেই।’
উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘তোমরা যারা এখানে পড়তে এসেছ। তোমাদেরকে নিজেদের ইতিহাস জানতে হবে। সেই ইতিহাস জানার মধ্যে গৌরব খুঁজে পাবে। তোমার সামনে যে রক্তের বন্ধন-যার সঙ্গে তুমি সংযোগ করবে, তারা এই বাংলার মুক্তিযোদ্ধা, গেরিলা যোদ্ধা। তাদের কথা যখন মনে পড়বে তুমি নিশ্চিত যেন রেখ, প্রতিটি সন্তান আত্মমর্যাদার সঙ্গে আত্মবিকাশ করবে। এটিই বাংলা এবং বাঙালির গৌরবগাথা।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ^বিদ্যালয় উপাচার্য বলেন, ‘তোমরা অবাধ তথ্য-প্রবাহের মধ্যে রয়েছ। তোমাদের হাতে স্মার্টফোন। ডিজিটাল এই সময়ে তোমার প্রতিযোগী স্কুলের কোনো বন্ধু নয়। বিশ্বের উন্নত দেশের স্মার্ট তরুণটি তোমার প্রতিযোগী। একারণে ই-গভার্নেন্স, ই-বুক, ই-জার্নাল এবং ই-লার্নিং এর সুযোগ তোমাকে নিতে হবে। এই জায়গায় এমনটি বলার সুযোগ নেই- আমরা নিম্ন আয়ের মানুষ। প্রতিবন্ধকতা থাকবেই। প্রতিবন্ধকতা জয় করার নামই জীবন। তুমি এই স্মার্ট বাংলাদেশে যতটুকু সময় পাবে, প্রতিটি শিক্ষার্থীর অপূর্ব জীবন গঠনের সকল সম্ভাবনা সেখানে পাবে। তুমি যতবেশি এই সময়কে কাজে লাগাবে ততবেশি আত্মমর্যাদায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আমিনুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, অধ্যক্ষ আহমেদ শফিক, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রাজিব হাসান কামাল, মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. আজহারুল হক, পুলিশ সুপার মাসুম আহমেদসহ কলেজর শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।