ডেস্ক রিপোর্টস: মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সপ্তাহের শুরুতেই বিশ্বব্যাপী বাতিল হয়েছে আরও আড়াই হাজার ফ্লাইট।
সোমবার বিশ্বেজুড়ে এ ফ্লাইটগুলো বাতিল হয়েছে। একই সঙ্গে সাড়ে ছয় হাজারের বেশি ফ্লাইট সূচি বিপর্যয় হয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছে বড়দিনের উৎসবের এই সময়ে ভ্রমণ পরিকল্পনা থাকা হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। গত শুক্রবার থেকেই ফ্লাইট বাতিল হচ্ছে।
ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, গত চারদিনে বাতিল হয়েছে আট হাজারের বেশি ফ্লাইট। সোমবারে সবচেয়ে বেশি বাতিল হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের ক্রুরা কোভিড পজিটিভ হওয়া এবং আইসোলেশনে থাকার কারণে ফ্লাইট বিঘ্নিত হচ্ছে। হংকং সেদেশে পৌঁছানো কয়েকজন ভ্রমণকারীর কোভিড পজিটিভ পাওয়ায় দু’সপ্তাহের জন্য দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।
যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওজ সোমবার ৪২ টি ফ্লাইট বাতিল করেছে। আর লন্ডনের হিথ্রো বিমানবন্দর বাতিল করেছে ৪৭টি ফ্লাইট।
এদিকে ফের রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছে ভারতের রাজধানী দিল্লির রাজ্য সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭শে ডিসেম্বর থেকেে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভারতের যে রাজ্য ও প্রশাসনিক অঞ্চলগুলো মহামারির মধ্যে সবচেয়ে বিপর্যয় পার করেছে সে সবের মধ্যে অন্যতম দিল্লি। মহামারির ২ বছরে রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৫ জনের।