বাহিরের দেশ ডেস্ক : সারাবিশ্বে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সুস্থতার হাড় বেড়েছে। সেই সাথে কমছে আক্রান্তের সংখ্যাও। সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে আক্রান্ত হয়েছে ১১ কোটি ৭০ লাখ ৬৭ হাজার। আর করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছে প্রায় ২৬ লাখ মানুষ।
গত ২৪ ঘণ্টায় মারা গেছে সাড়ে সাত হাজার মানুষ। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার লাখ পাঁচ হাজার মানুষ।
এদিকে, ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় আবারও লকডাউন জারি করা হয়েছে।
এছাড়া, দেশটির অন্যতম বড় শহর রিও ডি জেনেইরোতে কারফিউ জারি করা হয়েছে। এ পর্যন্ত ব্রাজিলে করোনায় মারা গেছে প্রায় দুই লাখ ৬৫ হাজার মানুষ। তবে প্রতিবেশী দেশ আর্জেন্টিনা ও উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে লকডাউন শিথিল করা হয়েছে।
অন্যদিকে, করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন প্যারাগুয়ের স্বাস্থ্যমন্ত্রী হুলিও মাজ্জোলিনি।