প্রতিনিধি, বগুড়া: বিষাক্ত মদ পানে অসুস্থদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে। সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পলাশ (৩৫) নামের আরও এক যুবক মারা যান।
জানা গেছে, পলাশ ও পায়েল রোববার রাতে শহরের কলেজ বটতলা এলাকায় অ্যালকাহোল জাতীয় মদ পান করে বাড়ি ফেরেন। রাতেই তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। এদিকে রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যুর খবর জানাজানি হলে সোমবার দুপুরে পুলিশ গিয়ে অসুস্থদেরকে হাসপাতালে ভর্তির করে দেয়ার উদ্যোগ নেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলা ৩টার দিকে পলাশ মারা যায়।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ফুলবাড়ি এলাকায় পলাশ নামে একজন মারা গেছেন। অসুস্থ আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারণে তারা অসুস্থ সেটা জানা যায়নি।