নিউজ ডেস্ক: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ধানমন্ডি ক্যাম্পাসের সচিবালয় ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন এটি উদ্বোধন করেন।
কর্নারটিতে রয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে রচিত ও বঙ্গবন্ধুকে নিয়ে অন্য প্রথিতযশা লেখকদের রচিত পাঁচ শতাধিক বইয়ের সমাহার, পারিবারিক ও রাজনৈতিক জীবনের অসংখ্য ছবি এবং পিতা ও কন্যাকে লেখা দুর্লভ চিঠিগুলো।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি ছিলেন একাধারে শোষণ ও শোষকের বিরুদ্ধে ধনী-গরিব, আবাল-বৃদ্ধ-বনিতা ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বজ্রমুষ্ঠির বজ্রকণ্ঠ। বিদেশি ও পাকিস্তানি প্রভুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অসামান্য কৃতিত্ব দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
বিশেষ অতিথির ভাষণে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে জানা ও স্মরণ করার মহান উদ্যোগ আজকের এই বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য ও জ্ঞান শিক্ষা দিতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ উল্লেখ করেন যে, মুজিব জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিসিএসআইআরের ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন গবেষণাগারে বৃক্ষরোপণ করা হয়। এরপর বঙ্গবন্ধু রচিত বিশেষ তিনটি বই সব বিজ্ঞানী ও কর্মকর্তার মধ্যে বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ। এ সময় তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ শওকত আলী, পরিষদ সচিব শাহ আব্দুল তারিক, পরিচালকগণ, সিনিয়র বিজ্ঞানী ও প্রকৌশলীবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা।