300X70
শুক্রবার , ১২ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে ১১ দিনব্যাপী অমর একুশে মেলা শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ণ

 

অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ১১ দিনব্যাপী অমর একুশে মেলা-২০২১ শুরু হয়েছে।

বিসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উদযাপনে বিসিক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ও অমর একুশে উপলক্ষে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলা আয়োজনে ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার এবং লেদার গুডস যৌথভাবে সহযোগিতা করছে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনসিডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ স্কিটি প্রকৌশলী মো. শফিকুল আলম।

মেলায় ৬০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রি-পিচ, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :