বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের কোন তফসিল ঘোষণা না হলেও আগামী মে মাসে সম্ভাব্য নির্বাচন হতে পারে মনে করে অনেকেই প্রচারণা শুরু করেছেন।
প্রবাসীসহ এ তালিকায় রয়েছেন বেশ জন। পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগসহ উঠান বৈঠকে নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছেন। তফসিল ঘোষনার এক মাসের মধ্যেই শেষ করতে হবে সব প্রস্তুতি। নিতে হবে দলীয় মনোনয়নও। তাই আগেভাগেই অনেকে প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন।
বর্তমান আব্দুস শুকুরসহ বেশ কয়েকজন সরকার দলীয় আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন। কারন অনেকের মতে বর্তমান সময়ে নির্বাচনের চেয়েও জরুরী দলীয় মনোনয়ন। কারণ নিকট ইতিহাস বলছে, সরকার দলীয় মনোনয়ন নিশ্চিত মানেই অনেকটাই নিশ্চিত বিজয়ী হওয়াও। এখন কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মেয়র পদে মনোনয়ন? তার জন্য অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণা পর্যন্ত। তবে ভোটারদের কাছে এর চেয়েও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কে চাইছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ! এমন আলোচনার ঝড় বইছে এখন পুরো পৌরসভা জুঁড়ে।
স্থানীয় তথ্য মতে, এ পর্যন্ত সরকার দলীয় আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন এমন আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুছ টিটু এবং কানাডা প্রবাসী আহবাব হোসেন সাজু,ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী।এদের প্রত্যেকেই দল থেকে মনোনয়ন পেতে জোর তদবীর চালাচ্ছেন।
এদের মধ্যে একাধিক প্রার্থী নৌকা প্রতীক না পেলেও বিদ্রোহী হয়ে নির্বাচন করবেন এমনটা বলাবলি করছেন প্রার্থীসহ তাদের অনুসারীরা।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমেও মনোনয়নের বিষয়টি জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।
জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী এবার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নানের নাম জোরালোভাবেই শুনা যাচ্ছে।
এছাড়া আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা আলোচলায় রয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন,গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী আবু নাসের পিন্টু,
কমিউনিষ্ট পার্টি থেকে এডভোকেট আবুল কাশেম,আব্দুছ ছবুর, আব্দুছ ছামাদ আজাদ, অজি উদ্দিনসহ আরো অনেকে।