গাইবান্ধা প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) জেলা শহরের গাইবান্ধা পৌরপার্কে এই কর্মসূচির আয়োজন করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব।
বিকেলে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সন্ধানীর সহসভাপতি খ. ম. রফিকুল হাসান কাফি। এতে উপস্থিত ছিলেন সন্ধানীর সাধারণ সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক মোছা. কুইন আক্তার, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, শিক্ষা গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক মোল্লা আরিফা রহমান নদী, কার্যকরি সদস্য মো. ইমাম হাসান বশরী, শাহরিয়ার নাজিম সাগর, মো. রাকিব মিয়া এবং মো. শাহ আলম প্রান্ত প্রমুখ।