নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এক শোক বার্তায় দৈনিক জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ঠ শিল্পোদ্যাক্তা, বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন নির্ভীক সম্পাদক, দেশপ্রেমিক শিল্পোদ্যাক্তা এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।