বাহিরের দেশ ডেস্ক: ক্ষমতা দখলের দ্বন্দ্বে যুদ্ধ শুরুর পরে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৬৫০ জন বুধবার পোর্ট সুদানে পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ক্ষমতা দখলের দ্বন্দ্বে যুদ্ধ শুরুর পরে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৬৫০ জন বুধবার পোর্ট সুদানে পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার দিবাগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে একই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
একটি পোস্টে তিনি লেখেন, ‘৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে বাসগুলো খার্তুম থেকে পোর্ট সুদানের উদ্দেশে রওনা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো তারা পার হয়ে গেছেন। ইনশাআল্লাহ স্থানীয় সময় মধ্যরাত থেকে ভোরের মধ্যে সকলে গন্তব্যে পৌঁছাবে বলে আশা করা যায়।’
সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও দেশটির রাজধানী খার্তুম থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
গত ১৫ এপ্রিল একসময়ের মিত্র সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মুখোমুখি অবস্থান নেয়।