300X70
রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মানবাধিকার বিষয়ে কথা বলার আগে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন : মেয়র আতিকুল ইসলাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৮, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিরা বিভিন্ন দেশে অবস্থান করছে। আমার দেখতে পাচ্ছি খুনিদের আশ্রয় দেয়া সেই দেশের প্রতিনিধিরা আমাদের দেশের মানবাধিকার বিষয়ে কথা বলেন। দয়া করে মানবাধিকার বিষয়ে কথা বলার আগে অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন।’

আজ রবিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শোকাবহ আগস্টে ঘটেছিলো ইতিহাসের নৃশংস ঘটনা। একটি পরিবারকে শিশুসহ হত্যার বিচার চেয়ে শেখ হাসিনা, শেখ রেহানাকে ঘুরতে হয়েছে ক্ষমতাসীনদের দ্বারে দ্বারে। কেউ বিচার করেনি। তাঁদের বুক চাপা কান্না সেদিন কেউ শুনেনি। শোকাবহ এই আগস্টে আমাদের দাবি অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে। চিন্তায় ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা বাস্তবায়ন করতে পারলেই তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। তাঁর স্বপ্নের গনতান্ত্রিক ও সম্প্রদায়িক সমাজভিত্তিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক শোকাবহ আগস্টে আমাদের অঙ্গিকার।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান।

ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক প্রমুখ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

আজ সিলেট-৩ আসনে উপনির্বাচন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারদের প্রশিক্ষণ সম্পন্ন

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসবে কয়েক কোটি লোক : সমাজকল্যাণমন্ত্রী

দূর্গাপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা সফর সম্পন্ন

বরিশালে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়ন একমাত্র শেখ হাসিনা’র জন্যই সম্ভব হয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বসন্ত উৎসবে খাগড়াছড়ির খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিবেধ কাম্য নয় : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে আন্তর্জাতিক মানের স্মৃতিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা  

ব্রেকিং নিউজ :