বাহিরের দেশ ডেস্ক: বৃটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বৃটিশ-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট আউটলেট মিজান বুধবার এ খবর জানিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই গুপ্তচরের নাম আলিরেজা আকবরী। ইরানের সংস্কারপন্থী আউটলেট শার্গ ডেইলির মতে, আকবরী অতীতে ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি দেশটির স্ট্রাটেজিক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন। ইরান-ইরাক যুদ্ধের অবসান ঘটাতে জাতিসংঘের রেজ্যুলুশন বাস্তবায়নকারী সামরিক সংস্থার সদস্যও ছিলেন আলিরেজা।
তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, আলিরেজা আকবরী কিছুদিন আগে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর সেই ফাইল আদালতে পাঠানো হয়। অভিযুক্তের আইনজীবীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। বিচারকার্যে প্রমাণিত হয় যে আলিরেজা বৃটেনের জন্য গুপ্তচরবৃত্তিতে যুক্ত ছিলেন। ফলে এই অভিযোগের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পেয়েছেন তিনি।
এদিকে বৃটিশ সরকার ইরানের কাছে ফাঁসির কার্যকর থেকে সরে আসার দাবি জানিয়েছে।