সংবাদদাতা, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহাদ আলী (১৮) নামের এক টাইলস মিস্ত্রি মারা গেছেন। এ দুর্ঘটনায় তার সাথে থাকা সহকর্মী হারুন অর রশিদ (১৮) আহত হয়েছেন। আহত হারুন অর রশিদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন হতাহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, নিহত আহাদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে। আহত হারুন অর রশিদ একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সকাল ১০টার দিকে আহাদ আলী ও হারুন অর রশিদ এক মোটরসাইকেলে নিজেদের গ্রাম থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। তাদের মোটরসাইকেল জাফরপুর এলাকায় পৌর বাস টার্মিনালের কাছে পৌঁছুলে বৃষ্টির পানিতে পিছল হয়ে থাকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত হারুন অর রশিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে আছে। নিহতের পরিবার অভিযোগ করলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত করা হবে। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি।