নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের আয়োজেনে ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বৃহত্তর নোয়াখালী জেলার কৃতিসন্তানদের সংবর্ধনা ও ইফতার মাহফিল গতকাল শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, সেতু বিভাগের সাবেক সচিব বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, নৌ-পরিবহন সচিব মেজবাহ উদ্দিন, নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবির প্রমুখ। বক্তারা পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টি, জনপ্রশাসনকে আরও গতিশীল জনবান্ধব, এবং এলাকার সম্ভাবনা কাজে লাগিয়ে ও সমস্যার সমাধান কল্পে এ ধরণের ফোরামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে একে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত বৃহত্তর নোয়াখালীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৪০ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে বহত্তর নোয়াখালীর ৩৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।