বাহিরের দেশ ডেস্ক: আগামী বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে কয়েক বছর উত্তেজনার পর এ সফরের সিদ্ধান্ত নেন তিনি।
২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। এ ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার।
ফলে দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। এমনকি এই ইস্যুতে সৌদি আরব তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
তবে সম্প্রতি খাশোগি হত্যা মামলা স্থগিতের নির্দেশ দিয়েছে তুরস্কের আদালত। মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট শাহবাজ শরীফও সৌদি আরব যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন তিনি।